
এবার সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ নবান্নের
রাজ্য সরকারকে বিপাকে ফেলতে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলি। শুধু রাজনৈতিক দলের নেতা নয়, বিভিন্ন সময় তারা টার্গেট করছেন বিরোধী রাজনৈতিক দলের শাসনে থাকা প্রশাসনিক কর্তাদের । বারবার এমনই অভিযোগ শোনা গিয়েছে শাসকদলের মুখে ৷ এ বার এই নিয়ে সতর্ক হল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । অভ্যন্তরীণ নির্দেশ জারি করে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের সম্পত্তির হিসেব রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিল নবান্ন । প্রসঙ্গত রাজ্য সরকারের অফিসারদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরকারের কাছে সম্পত্তির হিসেব দিতে হয় । কিন্তু রাজ্যের অর্থ দফতর লক্ষ্য করছে, বহু সরকারি আধিকারিক নির্দিষ্ট সময়ে তাঁদের সম্পত্তির হিসেব জমা করছেন না । আর সে কারণেই এ বার এই নিয়ে সতর্ক হল নবান্ন । সরাসরি নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি আধিকারিককে তাঁদের হিসেব জমা করতে বলা হয়েছে ।