
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট! ডিজিসিএ-র কাছে রিপোর্ট চাইলো নবান্ন
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাটের ঘটনায়ডিজিসিএ-র কাছে রিপোর্ট তলব করল রাজ্য। বিমানের রুট ক্লিয়ারেন্স নেওয়া ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিভ্রাটের কারণ কী তাও জানতে চাওয়া হয়েছে। শুক্রবার বারাণসী থেকে কলকাতা ফেরার পথে বিমান বিভ্রাটের শিকার হন মুখ্যমন্ত্রী। কলকাতার আকাশে ঢোকার পর আচমকা এয়ার টার্বুল্যান্সে পড়ে যায় বিমান। হঠাৎ করে অনেকটাই নীচে নেমে যায় মুখ্যমন্ত্রীর বিমান। এই ঘটনায় কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত যদিও বিমানচালক নির্বিঘ্নেই বিমানবন্দরে বিমান অবতরণ করা হয। ক্ষুব্ধ মমতা জানতে চান বিমানের রুট ক্লিয়ারেন্স ছিল কি না। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, রুট ক্লিয়ারেন্স ছিল। আচমকা আবহাওয়া খারাপ হয়ে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যেহেতু মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান, সেই কারণে তদন্তও শুরু করেছে রাজ্য সরকার। ডিজিসিএ-ও আলাদা করে এই নিয়ে তদন্ত শুরু করছে।