ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন
রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তার জেরে একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ। নদী বাঁধগুলি কী অবস্থায় রয়েছে, তা নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ জেলা শাসকদের। কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দেওয়া হল, জল জমলে যাতে সঙ্গে সঙ্গে জল বের করা যায় তার জন্য প্রয়োজনীয় পাম্প-সহ যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম তৈরি রাখারও নির্দেশ এসেছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষভাবে নজরদারির নির্দেশ দেওয়া হল নবান্নের জেলাশাসকদের।