ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হলেন নাগমা

কয়েক দিন আগেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেত্রী এবং রাজনীতিবিদ নাগমা। তা সত্ত্বেও করোনা-আক্রান্ত হলেন তিনি। তিনি এখন বাড়িতেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন। নাগমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কিছুদিন আগেই আমি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলাম, তা সত্ত্বেও আমার টেস্টের রির্পোট পজিটিভ এসেছে। আপনারা সবাই সাবধানে থাকুন। সমস্ত সর্তকতা সবাই অবলম্বন করুন।” তাঁর এই পোস্টের উত্তরে অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, “নাগমা, সাবধানে থাকো, পারলে আরও একবার টেস্ট করিয়ে নাও। তোমার কোনও উপসর্গ না থাকলে এটা ভুয়ো পজিটিভ হতে পারে। যদি কোনও উপসর্গ থাকেও নিশ্চয়ই তা সামান্য।”

error: Content is protected !!