দু’ভাগে বিভক্ত হল নন্দন কানন এক্সপ্রেস! ৬টি বগি খুলে ২০০ মিটার এগিয়ে গেল ট্রেনের একাংশ

নন্দন কানন এক্সপ্রেস চলতে চলতে দু’ভাগে বিভক্ত ! ট্রেনের ৬টি বগি খুলে এগিয়ে গেল 200 মিটার ৷ পিছনে পরে রইল বাকি 15টি ৷ রেল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ন’টা নাগাদ আনন্দ বিহার থেকে পুরীগামী ডাউন নন্দন কানন এক্সপ্রেস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে ৷ নন্দন কানন এক্সপ্রেসের সময় ছিল সন্ধে সাড়ে ছটা নাগাদ ৷ প্রায় 3 ঘণ্টা দেরি করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছয়। যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করেন ৷ রাত সাড়ে ন’টা নাগাদ ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করে ৷ ঠিক সেইসময় বিপত্তি ! ট্রেনটি স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার যাওয়ার পর S4 (স্লিপার) কোচের 6টি বগি আলাদা হয়ে 200 মিটার এগিয়ে চলে যায় ৷ বাকি এসি কোচ, প্যান্ট্রিকার, গার্ড-বগি সহ 15টি কামরা পিছনে পড়ে থাকে ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ কিছুক্ষণের জন্য তাঁরা বুঝতে পারেন, কিছু একটা ঘটেচ্ছে ৷ ততক্ষণাৎ ব্যাপারটি ড্রাইভারও বুঝতে পারেন। দ্রুত নন্দন কানন এক্সপ্রেস থামিয়ে দেন চালক ৷ ট্রেনটি দু’ভাগে ভাগ হয়ে যাওয়ার খবর রেল আধিকারিকদের কাছে পৌঁছয় ৷ প্রায় এক ঘণ্টা পর, কোনওরকমে ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ফের ফিরিয়ে আনা হয়। ভাঙা কাপলিং-সহ কোচটি অন্যত্র সরিয়ে ফেলা হয় ৷ এরপর, রাত সাড়ে বারোটা নাগাদ ট্রেনের উভয় অংশ সংযুক্ত করে ফের নন্দন কানন এক্সপ্রেস রওনা দেয় ৷ তবে, ট্রেনের গতি ধীর হওয়ায় কোনও যাত্রী আহত হননি।

error: Content is protected !!