
এবছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন প্রধানমন্ত্রী
এ বছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেই এ বছরের দীপাবলি উদযাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ বছর কার্গিল সীমান্তে সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই কার্গিলেও পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ পিএমও-র পক্ষ থেকে সেই ছবি ট্যুইট করা হয়েছে৷ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা। জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেনাবাহিনীর প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, ‘কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরীর দেশের মজবুতির স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷’সেখানে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে তাঁর সরকারের আমলে অর্থনীতির উন্নয়ন, স্টার্ট আপ তৈরি, ইসরোর সাফল্য, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের কথা৷