দেশবাসীকে ২২ জানুয়ারি ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানো ডাক দিলেন প্রধানমন্ত্রী

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন গোটা দেশে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তাঁর দাবি, আগামী দিনে অযোধ্যা দেশকে দিশা দেখাবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিরাপত্তার খাতিরে ২২ জানুয়ারি অযোধ্যায় না আসার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নিরাপত্তার খাতিরে আরও কিছুদিন অপেক্ষা করুন।” প্রধানমন্ত্রী বলেন, একসময় রামলালার ঠাঁই হয়েছিল তাঁবুতে। বর্তমানে তাঁর সৌজন্যেই মন্দির তৈরি হয়েছে। ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে দেশজুড়ে তীর্থস্থানে সাফাই অভিযান শুরু হবে। সকলকে এই অভিযানে অংশ নেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে৷ আজ অযোধ্যায় গিয়ে নতুন করে সাজিয়ে তোলা রেল স্টেশন এবং নতুন বিমানবন্দরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷