বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রী মোদি

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কপ-২৮’ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা। তাঁর ভাষণ দেওয়ার কথা ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও। পাসশাপাশি তিনটি উচ্চস্তরের অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে দু’টি অনুষ্ঠানের আয়োজক ভারত। ‘কপ-২৮’ সম্মেলনে মোদির মতো প্রথম সারির নেতা ছাড়াও উপস্থিত থাকবেন ২০০টি দেশের প্রতিনিধিরা। শুক্রবার ভোরে তিনি দুবাইয়ে পৌঁছন। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিশাহীর স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছনোর পরই প্রবাসী ভারতীয়রা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে অবতরণের পরেই দুবাইয়ে থাকা ভারতীয় প্রবাসীদের একাংশ তাঁকে দেখে ‘ভারত মাতা কী জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে শুরু করেন। যে হোটেলে মোদির থাকার কথা সেখানেও পৌঁছন প্রবাসী ভারতীরা। মোদিকে প্রবাসীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে ও সেলফি তুলতেও দেখা যায়। এরপর হোটেলে চলে যান তিনি।

error: Content is protected !!