
টিকিট কেটে মেট্রো রেলে উঠলেন প্রধানমন্ত্রী
স্টেশনে ঢুকে টিকিট কাটলেন। ট্রেনে উঠলেন একদল ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রবিবার দেশে মেট্রো রেলের তালিকায় ঢুকে পড়ল মহারাষ্ট্রের নাগপুর শহর। এদিন এক দিনের সফরে মহারাষ্ট্র এবং গোয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে। নাগপুরে তিনি উদ্বোধন করলেন শহরের প্রথম পর্যায়ের মেট্রো রেল পরিষেবার। ১৯৮৪ সালে কলকাতায় দেশের প্রথম মেট্রো (পাতালরেল) চালু হয়। সম্প্রসারণের পরে অবশ্য কলকাতার মেট্রোর বড় অংশই এখন ভূগর্ভস্থ পথের বাইরে উপর দিয়ে চলছে। কলকাতার পর মেট্রোর তালিকায় একে একে যোগ হয় দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমদাবাদ, জয়পুর, গুরুগ্রাম, মুম্বই, নয়ডা, কোচি, লখনউ, কানপুর এবং পুণে। এ বার তাতে জুড়ল নাগপুর। তবে মেট্রো রেল উদ্বোধনের আগে, নাগপুর-বিলাসপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করেন প্রধানমন্ত্রী মোদি। দেশে ষষ্ঠ বন্দে ভারত যাত্রা শুরু করল এ দিন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।