
আগামী ৩০ ডিসেম্বর বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে দেশে ৬টি বন্দে ভারতের পর এবার সাত নম্বরটি চলবে রাজ্যের ভিতরেই। ৩০ ডিসেম্বর ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকেই ট্রেনটি উদ্বোধন করবেন তিনি। সূত্র মারফত খবর মিলেছে, ওই দিন ৩০ মিনিট হাওড়া স্টেশনে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সকাল ১০ টা ৩০মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম এ এসে পৌঁছাবেন৷ ওখানে শিশুদের সঙ্গে কথা বলবেন৷ তারপর বন্দে ভারত এক্সপ্রেসেরের ‘ফ্ল্যাগ অফ’ করবেন। ২২ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্য মাত্র ২২টি ভিআইপি পাস দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী বলে রেল জানিয়েছে।আজ থেকেই ২২ নম্বর প্ল্যাটফর্মের মূল অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে দেশের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। হাওড়া স্টেশন চত্বর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে। পড়ছে নীল-সাদা রঙের প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া ব্রিজকেও। সূত্রে খবর, ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী নিজেই সেই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য হিসেবে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন। গঙ্গা পরিষদের সদস্য হিসেবে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড।