নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির আবেদন খারিজ সুপ্রিমকোর্টে

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা সংক্রান্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনে ছুটির দাবি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। একই দাবি তুলেছিলেন আরও অনেকেই। কিন্তু এই আবেদনের ভিত্তিতে হওয়া এক জনস্বার্থ মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

error: Content is protected !!