রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা
মাওবাদী কার্যকলাপে যুক্ত । মঙ্গলবার ভোর থেকে কলকাতার নেতাজি নগর সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এদিন সোদপুর, ব্যারাকপুর, আসানসোল সহ মোট ১২ জায়গায় হানা দেন এনআইএ আধিকারিকরা । সোদপুরের বাসিন্দা, মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়। আসানসোলে অভিজ্ঞান সরকার এবং সুদীপ্তা পালের বাড়িতে চলছে এনএইএ অভিযান । জানা গিয়েছে, মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ ৷ মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং উত্তর ২৪ পরগনার পানিহাটিতে পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় একই সঙ্গে এই এনআইএ অভিযান চলে ৷ তাঁদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷