বিদেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ন্যাটো প্রধানের by সংবাদ AME বাংলা 24X 7 ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তীব্র নিন্দা করলেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। এই হামলাকে অহেতুক আখ্যা দিয়ে বলেছেন, এতে অসংখ্য মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। তিনি বলেছেন, রাশিয়ার এই অকারণ ও দায়িত্বজ্ঞানহীন হামলার নিন্দা করছি। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/