নওশাদ সিদ্দিকি সহ ১৮ জনের জামিন খারিজ, জেল হেফাজতের নির্দেশ
গতকাল ধর্মতলায় পুলিশ-ISF সংঘর্ষে ধৃত ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনের জামিন খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সকলকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতদের মধ্যে থাকা এক নাবালকেরও জামিল খারিজ করে দেয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ওই নাবালককে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তারপর তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মতলায় অশান্তি ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট।