
মন্ত্রিসভা ঢেলে সাজালেন ওডিশার মুখ্যমন্ত্রী
মন্ত্রিসভায় আমুল রদবদল ঘটালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শনিবার নবীনের মন্ত্রিসভা থেকে ২০ জন মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন। আর আজ, রবিবার শপথ নিলেন ২১ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৮ জন রাষ্ট্রমন্ত্রী। পাঁচবারের বিধায়ক এবং বিজেডির বর্ষীয়ান নেতা নিরঞ্জন পূজারি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়াও রণেন্দ্র প্রতাপ সোয়াইন, প্রমিলা মল্লিক, ঊষা দেবী, প্রতাপ দেব সহ অন্যান্যরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।