এবার দূরপাল্লায় নির্ভুল আক্রমণের জন্য সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নৌ-সেনার

এবার দূরপাল্লার আক্রমণাত্মক হামলার ব্যাপারে ক্ষমতা যাচাইয়ের জন্য একাধিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল নৌ-সেনা ৷ রবিবার বাহিনীর তরফে এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে উৎক্ষেপণের ভিডিয়ো ও বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে ৷ পোস্টে বাহিনী লিখেছে, “দূরপাল্লায় শত্রুপক্ষের হামলার যোগ্য জবাব দিতে অস্ত্রের পাল্লা যাচাই করল নৌসেনা ৷ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল ‘টেস্ট ফায়ারিং’ করা হল ৷” দেশের জলসীমান্তকে শত্রুদের হাত থেকে রক্ষার জন্য নৌ বাহিনী সর্বদা প্রস্তুত বলেও জানানো হয়েছে এক্স হ্যান্ডেলের এই পোস্টে ৷ আরও লেখা হয়েছে, “যে কোনও সময়ে এবং যে কোনও উপায়ে দেশের নিরাপত্তার স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত নৌ সেনা ৷” এই মহড়াটি কোথাও হয়েছে তা অবশ্য জানানো হয়নি বাহিনীর তরফে ৷ এর আগে আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে বাহিনী ৷ বৃহস্পতিবার দুপুরে আরব সাগরে আইএনএস সুরাত যুদ্ধজাহাজ থেকে মিসাইল ধ্বংসকারী মধ্য়পাল্লার একটি ‘সারফেস টু এয়ার’ মিসাইল উৎক্ষেপণ করা হয় ৷ ভারতীয় নৌবাহিনীর দাবি, জল পথে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিতে ও আত্মরক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সেই সঙ্গে, এটি ‘আত্মনির্ভর ভারত’-এর সফলতার নিদর্শন বলেও জানিয়েছিল বাহিনী ৷

error: Content is protected !!