শুটিং সেটে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে নওয়াজউদ্দিন সিদ্দিকী

শুটিং সেটে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ কানপুরে চলছে ‘রাত আকেলি হ্যায় 2’ ছবির শুটিং ৷ রাত 2টো নাগাদ শুটিং চলাকালীন ওই স্পটেরই কোতোয়ালি থানার দেওয়ালে সজোরে গিয়ে ধাক্কা মারে চারচাকাটি ৷ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহন হন চালক ৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা ৷ ছবির শুটিং তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হয় ৷ মঙ্গলবার রাতে যখন ছবির শুটিং চলছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়ির গতিবেগ ডিরেক্টরের নির্দেশের থেকে বেশি ছিল ৷ সেইসময়ই গাড়ির স্টিয়ারিং চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ যার ফলে গাড়িটি সরাসরি কোতোয়ালি থানার দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের আওয়াজ এত তীব্র ছিল যে যার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল। এরপর ঘটনাস্থলে উপস্থিত প্রোডাকশন ইউনিটের লোকজনরা ছুটে আসেন ৷ গাড়ি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বুধবার ও বৃহস্পতিবারও কোনও শুটিং হয়নি এই সেটে। এই পুরো ঘটনায় কোতোয়ালি থানার ইনচার্জ জগদীশ পান্ডে বলেন, “থানার গেটে ঢোকার সময় গাড়িটি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে চালক আহত হন ৷” কানপুরে ‘রাত আকেলি হ্যায় 2- ছবির শুটিং হয়েছে রবিবার থেকে ৷ প্রথম দিন মেথোডিস্ট স্কুলে ছবিটির শুটিং হয় ৷ সোমবার ও মঙ্গলবার কোতোয়ালি থানায় ছবির শুটিং ছিল। উল্লেখ্য, 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পায় হনি তেহরানের রাত আকেলি হ্যায়। 5 বছর পর ‘রাত আকেলি হ্যায়’-এর সিক্যুয়েল শীঘ্রই মুক্তি পেতে চলেছে পার্ট 2। গতবারের মতো দর্শকদের প্রিয় নওয়াজউদ্দিনকে আবারও ইন্সপেক্টর জটিল যাদবের ভূমিকায় দেখা যাবে ৷ ছবিতে রয়েছেন রাধিকা আপ্তে ৷ তাঁকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৷

error: Content is protected !!