দশম শ্রেণির সিলেবাস থেকে বাদ ‘পর্যায় সারণি’ এবং ‘গণতন্ত্র’
এবার সরকারি স্কুলপাঠ্য থেকে বাদ দেওয়া হল ‘গণতন্ত্র’ নিয়ে অধ্যায়। কেন্দ্র সরকারের সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দশম শ্রেণির পাঠ্যপুস্তকের সিলেবাস থেকে বাদ দিল পর্যায় সারণী, গণতন্ত্র, এবং শক্তির উৎস সংক্রান্ত অধ্যায়গুলি। পড়ুয়াদের উপর থেকে বোঝা কমানোর জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ডেমোক্রেটিকস পলিটিকস-১ এর অধীনে পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্টস, পলিটিকাল পার্টিজ এবং চ্যালেঞ্জেস টু ডেমোক্রেসি অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে।পাশাপাশি বিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে তিনটি অধ্যায়। যার মধ্যে রয়েছে পর্যায় সারণী, শক্তির উৎস এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা। উল্লেখ্য এর আগে এনসিইআরটি সিলেবাস থেকে ডারউইনের তত্ত্ব বাদ দিয়েছিল। সেই সময় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেছিলেন,‘কোভিড-১৯-এর কারণে, শিশুদের পড়াশোনার বোঝা কমানোর জন্য কোর্সের কাটছাঁট চলছিল। কোনো শিশু যদি পড়াশোনা করতে চায়, ডারউইনের তত্ত্ব সব ওয়েবসাইটে পাওয়া যায়। দ্বাদশ শ্রেণিতে ইতিমধ্যেই ডারউইনের তত্ত্ব রয়েছে। সিলেবাস তাই এই ধরনের মিথ্যা প্রচার করা উচিত নয়।’