এনডিটিভি-র রাশ এবার গৌতম আদানির হাতে, ইস্তফা দিলেন রাধিকা এবং প্রণয় রায়
বেসরকারি সংবাদমাধ্যাম এনডিটিভি গোষ্ঠীর রাশ নিজের হাতে প্রায় নিয়ে ফেললেন গৌতম আদানি। সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় ও রাধিকা রায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে বোর্ডের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল। এর ফলে এনডিটিভি-র রাশ নিজেদের হাতে নেওয়ার দিকে আরও এক ধাপ এগোল আদানি গোষ্ঠী৷ এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং-এর পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেয়ার হস্তান্তরের ফলে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠীর হাতে যাবে৷ এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার হাতে নেওয়ার জন্য আগামী পাঁচ ডিসেম্বর প্রস্তাব রাখবে আদানি গোষ্ঠী৷ যার অর্থ, এনডিটিভি-র সিংহভাগ মালিকানা আদানি গোষ্ঠীর হাতে যাওয়া এখন সময়ের অপেক্ষা৷ গত অগাস্ট মাসেই ঘুরপথে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নেওয়ার তোড়জোড় শুরু করেছিল আদানি গোষ্ঠী৷ সেই প্রস্তাবে এ মাসের শুরুতে অনুমোদন দেয় স্টক এক্সচেঞ্জ৷ আদানি গোষ্ঠী আগ্রহ দেখানোর পর থেকেই এনডিটিভি-র শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী৷ এ বছর সংস্থার শেয়ার দরে প্রায় আড়াইশো শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে৷ইতিমধ্যেই আদানি গ্রুপ এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডে ৯৯.৫ অংশিদারিত্ব নিয়ে নিয়েছে৷ ২০০৯ এবং ২০১০ সালে আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড-কে ৪০৩.৮৫ কোটি টাকা ঋণ দিয়েছিল আদানি গোষ্ঠী৷ এর বিনিময়ে যে কোনও মুহূর্তে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ অংশিদারিত্ব হাতে নেওয়ার শর্ত রাখা হয়েছিল৷