খোঁজ মিলল হারিয়ে যাওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষ
খোঁজ মিলেছে নেপালের বিমানের ৷ আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই ৷ কারণ বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের দেহাংশও এদিক ওদিক পড়ে রয়েছে ৷ তা দেখে আর দেহাংশগুলিকে আলাদা করে চেনার উপায় নেই ৷ যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি ৷ স্থানীয়রা নেপালের সেনাবাহিনীর জওয়ানদের জানিয়েছিলেন, বিমানটি লামচে নদীর কাছে পাহাড়ের উপর ভেঙে পড়ে ৷ সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, পাহাড়ের ওপর বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে ৷ ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘‘বিভিন্ন সংস্থার উদ্ধারকারী দলের সদস্যরা ছোট হেলিকপ্টার ব্যবহার করে ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন । লেফটেন্যান্ট মঙ্গল শ্রেষ্ঠ এবং একজন গাইড ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ৷” আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই ৷ কারণ বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের দেহাংশও এদিক ওদিক পড়ে রয়েছে ৷ তা দেখে আর দেহাংশগুলিকে আলাদা করে চেনার উপায় নেই ৷ এয়ারের ৯এনএইটি বিমানটিতে কর্মী সমেত ২২ জন যাত্রী ছিলেন ৷ এদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন জার্মান এবং বাকিরা নেপালি। নেপালে বিমানের ধ্বংসাবশেষের পাশ থেকে ১৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ৷ যদিও দেহগুলির এখনও চিহ্নিতকরণ হয়নি ৷ যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি ৷