আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে নেদারল্যান্ড

আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে নেদারল্যান্ড । শনিবার কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দেশ। এদিন ৩-৪-১-২ ছকে দল সাজিয়েছিলেন নেদারল্যান্ডের কোচ ভ্যান গাল। অন্যদিকে, ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কোচ বারহল্টার। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কমলা ব্রিগেড। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় নেদারল্যান্ডের হয়ে প্রথম গোল করেন মেমফিস ডিপে। প্রথমার্ধের সংযোজিত সময়ের ১ মিনিটে ব্যবধান বাড়ান ডালে ব্লাইন্ড। দ্বিতীয়ার্ধে আমেরিকাও আক্রমণাত্মক ফুটবল খেলে। ৭৬ মিনিটে তাদের হয়ে গোল করেন হাজি রাইট। ৮১ মিনিটে ইউরোপের দেশটির হয়ে তৃতীয় গোল করেন ডেনজেল ডামফ্রিস। এরপর অনেক চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জেতেন মেমফিস ডিপেরা। এরফলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল নেদারল্যান্ড।

error: Content is protected !!