বিরোধীশূন্য লোকসভায় পাশ নয়া ফৌজদারি আইন ‘ন্যায় সংহিতা’

লোকসভায় বুধবার তিনটি সংশোধিত ফৌজদারি আইন বিল পাস হয়েছে। বুধবার কার্যত বিরোধীশূন্য লোকসভায় মোট তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ঘণ্টা খানেকের মধ্যেই পাশ হয়ে যায় বিলগুলো। কার্যত ফাঁকা সংসদে ন্যায় সংহিতা বিল নিয়ে আলোচনা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সংবিধানকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে এই তিনটি বিল। আমজনতার উন্নয়নের সঙ্গে ভারতীয়ত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বিলগুলোতে।  লোকসভায় বিলগুলি পেশ করার সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে বিদ্যমান ফৌজদারি আইনগুলি ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন এবং এগুলির অভিপ্রায় ন্যায়বিচারের থেকেও বেশি শাস্তি দেওয়া।অমিত শাহ বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির উদ্দেশ্য ছিল শাস্তি দেওয়া, ন্যায়বিচার নয়; সেই জায়গায়, হাউসে পাস হওয়ার পরে দেশে কার্যকর হবে ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা ২০২৩’। স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেছেন যে নতুন ফৌজদারি আইন বিল ‘সংবিধানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’।

error: Content is protected !!