
১ হাজার ২৫০ কোটি টাকায় তৈরি নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
রবিবার সাভারকর জয়ন্তীতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল ৯টা নাগাদ পুজো সেরে সেঙ্গল স্থাপন করেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ দুপুর নাগাদ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার কথা ৷ উদ্বোধন করে এই নয়া ভবনটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ৷ কেন্দ্রীয় সরকার এই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি ৷ বিরোধীরা নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানটি দু টি পর্যায়ে হবে ৷ প্রায় ২০টি দল এই অনুষ্ঠান বয়কট করেছে ৷ আর ওয়াইএসআরকংগ্রেস বিজেডিসহ ২৫টি দল এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা আগেই জানা গিয়েছে ৷ এই দলগুলির মধ্যে বেশির ভাগই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের অংশ নয় ৷সকাল ৭টা ১৫ মিনিট থেকে অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতিপাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা প্রবেশ করেন নয়া সংসদ ভবনের ১ নং গেট দিয়ে ৷ তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কোনও মন্ত্রী নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর আরও নানা ধরনের অনুষ্ঠান হওয়ার কথা দিনের বিভিন্ন সময়ে। আজ এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি ৷ লুটিয়েন স দিল্লির সর্বত্রই শুধু পুলিশ আর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সদর্প উপস্থিতি ৷ নয়া সংসদ ভবনের চারদিকে বহু স্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ এই ভবনটি উচ্চনিরাপত্তা এলাকায় অবস্থিত হওয়ায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলছে সারাক্ষণ ৷নয়া সংসদ ভবন থেকে দু কিলোমিটার দূরত্বে ভারতীয় কুস্তিগীররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে কুস্তিগিররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ নিজেদের দাবি নিয়ে বেশ কয়েকমাস ধরেই সরব তাঁরা।তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনও মূল্যে মহিলা কুস্তিগিররা তাঁদের মহিলা মহাপঞ্চায়েত নিয় এই নয়া সংসদ ভবনের কাছে পৌঁছবেন ৷ তাই আগেভাগে বিশাল পুলিশবাহিনী পুলিশ পিকেট ব্যারিকেড দিয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন ৷ এই কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন বা বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷ কৃষক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি ৷ এই কৃষক নেতা জানিয়েছেন রবিবার সকাল সাড়ে 10টা নাগাদ তিনি দিল্লির গাজিয়াপুর সীমানায় হাজির হবেন ৷ এরপর আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থন করতে রাজধানীতে প্রবেশ করবে কৃষকদের দল ৷ দিল্লিতে ঢোকার অন্য রাস্তাগুলি দিয়েও কৃষকেরা রাজধানীতে প্রবেশ করবে বলে জানিয়েছেন টিকায়েত ৷এমন পরিস্থিতির মোকাবিলায় আগেভাগে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ৷ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমসিডিকে সাময়িক কারাগারের বন্দোবস্ত করার অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এমসি প্রাইমারি গার্লস স্কুল কাঞ্জাওয়ালা চৌক ওল্ড বাওয়ানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে রাখা হবে ৷পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন দিল্লির সীমানায় কড়া নজরদারি চলছে ৷ পুলিশ পিকেটের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ একের পর এক ব্যারিকেড রাখা হয়েছে ৷ রাজধানীতে ঢোকার আগে প্রত্যেক ব্যক্তিকে ভালোভাবে পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ এমনকী বাদ যাচ্ছে না যানবাহন ৷ প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখবে পুলিশ ৷ তাই আজ রাজধানীতে কোনও ভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেবে না পুলিশপ্রশাসন ৷ উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মোট বরাদ্দ অর্থ ছিল কোটিকোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র নয়া সংসদ ভবনের নির্মাণের খরচ ছিল ৮৬২ কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারি মাসে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করে মোদী সরকার এবং তা করা হয় ১২৫০ কোটি টাকা। নয়া সংসদ ভবন নির্মাণে ব্যবহৃত হয়েছে ২৬ হাজার ৪৫ মেট্রিকটন স্টিল, ৬৩ হাজার ৮০৭ মেট্রিকটন সিমেন্ট। প্রায় ২৪ লাখ ১২ হাজার মানুষকে দীর্ঘদিন কাজ দিয়েছে এই প্রকল্প। নয়া সংসদ ভবনটি তৈরি হয়েছে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে। ভবিষ্যতে প্রাকৃতির বিপর্যয়ের কথা চিন্তা করে নয়া সংসদ ভবনে ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নয়া সংসদ ভবন নির্মাণের জন্য নাগপুর থেকে আনা হয়েছে সেগুন কাঠ, রাজস্থান থেকে আনা হয়েছে বেলেপাথর।