কলকাতা সহ রাজ্যের ৩ মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষ
কলকাতা সহ রাজ্যের তিন মেডিক্যাল কলেজে বদল হল অধ্যক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস। বর্তমান অধ্যক্ষ ডাঃ রঘুনাথ মিশ্র অবসর নিচ্ছেন আজ, সোমবার। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ডাঃ বিশ্বাস। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষ হচ্ছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু। অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ হচ্ছেন মেডিক্যালের শিশু বিভাগের প্রধান ডাঃ মৌসুমী নন্দী।