প্রকাশ্যে এলো ‘জওয়ান’-এর গান ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’

মঙ্গলবার দর্শকদের জন্য নয়া উপহার নিয়ে হাজির বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার সকাল থেকেই ‘জওয়ান’-এর ট্রেলার নিয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। করণ জোহর মন্তব্য করেন যে ‘এই শতকের সেরা ট্রেলার’। ছবির নাম না নিলেও সকলেই অনুমান করে নেন যে ‘জওয়ান’-এর কথাই বলেছেন শাহরুখ ঘনিষ্ঠ। এরপর মঙ্গলবার শাহরুখ নিজেই প্রকাশ্যে আনলেন ‘জওয়ান’-এর নয়া গান নট রামাইয়া ভাস্তাভাইয়া। ইনস্টাগ্রামে গানের ভিডিওটি পোস্ট করেন শাহরুখ। ভিডিওটির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘এটা ছইয়া ছইয়া নয়, এটা রামাইয়া ভাস্তাভাইয়াও নয়। এটা জওয়ানের তা তা থৈয়া। ধন্যবাদ বিশাল দাদলানি, শিল্পা রাও, অনিরুদ্ধ, কুমার। এই গানের পিছনে অনেক গল্প আছে। কিন্তু সেই সব গল্প তোলা রইল আগামী ৩১ তারিখের জন্য, যখন ট্রেলার রিলিজ করবে। ততক্ষণের জন্য আমার সঙ্গে নাচুন। রইল পুরো গান।’ ইউটিউবে তিনঘণ্টায় গানটির ভিডিও দেখে ফেলেছেন ২.৩ মিলিয়ন মানুষ। পুরনো মেজাজে ধরা দিলেন শাহরুখ। শাহরুখের জনপ্রিয় স্টেপ করতেও দেখা গেল সুপারস্টারকে। আগামী ৭ সেপ্টেম্বর শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ভারত সহ সারা বিশ্বে। একই সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি দিতে চান বাংলাদেশের ডিস্ট্রিবিউটাররা। সোমবার বাংলাদেশে ছবিটির আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের আমদানি-রপ্তানি নীতিমালা কমিটি।

error: Content is protected !!