নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা, গুরুতর আহত ১৩

নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তিকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি! সানসেট পার্কের ৩৬ তম স্ট্রিট স্টেশনে ব্যাপক ধোঁয়া দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে এমনইটাই খবর পায় শহরের দমকল বিভাগ। বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, একাধিক মানুষকে গুলি করা হয়েছে এবং বিস্ফোরণের ডিভাইসগুলিও ঘটনাস্থলেই পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে যে সন্দেহভাজনের পরণে ছিল একটি গ্যাস মাস্ক এবং কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট।সংবাদ সংস্থা জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিস্ফোরণ না ঘটা অবস্থায় বিস্ফোরক প্রাথমিকভাবে পাওয়া গেলেও “এই মুহূর্তে আর কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই” বলেই সিটি পুলিশ ট্যুইটে জানিয়েছে।