নানুরে বিজেপির পোলিং এজেন্টকে ধর্ষণের খবর ভুয়ো, সাফ জানালেন বীরভূমের এসপি নগেন্দ্র নাথ ত্রিপাঠি

বীরভূমের নানুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে ধর্ষণ করা হয়েছে বলে যেসব খবর সোশ্যাল মিডায়ায় রটেছে তার কোনও ভিত্তি নেই। সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দিলেন বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি। উল্লেখ্য, ওই ধরনের একটি খবর গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন সৃষ্টি করে। এনিয়ে খোঁজখবরও শুরু করে জেলার প্রশাসনিক মহল। পাশাপাশি, খবরটির যে কোনও ভিত্তি নেই তা প্রমাণ করতে যে মহিলাকে জড়িয়ে ওই খবর রটানো হয়েছিল তাঁকে সাংবাদিক সম্মেলনে হাজির করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ওই মহিলা সাফ জানিয়ে দেন, একথা একেবারেই মিথ্যা। আমার সঙ্গে এমন কোনও ঘটনাই ঘটেনি।

error: Content is protected !!