
আইএস জঙ্গিদের খোঁজে ৪ রাজ্যের ১৯ জায়গায় এনআইএ হানা
ইসলামিক স্টেট(আইসিস) জঙ্গি সংগঠন সম্পর্কিত তদন্তে কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লির ১৯টি জায়গায় তদন্ত অভিযানে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। এর মধ্যে কর্ণাটকে ১১টি, ঝাড়খণ্ডে ৪টি, মহারাষ্ট্রে ৩টি ও দিল্লিতে ১টি জায়গা সামিল। গত সপ্তাহেই এনআইএর তদন্তকারীরা একই দিনে মহারাষ্ট্রের ৪০টিরও বেশি জায়গায় অভিযান চালান। ১৫জনকে গ্রেপ্তারও করা হয়।