কেরলে পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার সংগঠনের ৫৬টি জায়গায় হানা এনআইএ

কেরলে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার ৫৬টি জায়গায় হানা দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। সন্ত্রাসী কাজকর্ম ও বেআইনি কাজকর্ম মামলায় যুক্ত থাকার অভিযোগে এদিন জাতীয় গোয়েন্দা সংস্থা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার কর্মী ও সদস্যদের বাড়িতে হানা দিল। জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া যুব সম্প্রদায়কে সন্ত্রাসী কাজকর্মে নিয়োগ করেছে। সূত্রের খবর, এদিন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির সাতজন সদস্য, ১৫ জন প্রশিক্ষক সহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের বাড়িতে হানা দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, এর আগে ২৪ সেপ্টেম্বরও জাতীয় গোয়েন্দা সংস্থা কেরলের ২৪টি জায়গায় হানা দিয়েছে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার অফিসে।

error: Content is protected !!