অসুস্থ লালু প্রসাদে দেখতে হাসপাতালে এলেন নীতীশ কুমার

গতকালই আরজেডি সুপ্রিমো এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আরজেডি মুখপাত্র (বিহার) চিতরঞ্জন গগনের জারি করা একটি বিবৃতি অনুসারে, “প্রধানমন্ত্রী মঙ্গলবার তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেছেন এবং আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।  আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।” আজ হাসপাতালে লালু প্রসাদে দেখ তে এলেন নীতীশ কুমার। পড়ে গিয়ে ব্যাপক চোট পান বর্ষীয়ান নেতা লালু প্রসাদ যাদব। রবিবার পড়ে গিয়ে কাঁধ ভেঙেছে এবং পিঠে আঘাত লেগেছে আরজেডি সভাপতি লালু প্রসাদের। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিবার তাঁর স্ত্রী আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে ছিলেন। ওই বাড়িতেই সিঁড়িতে পড়ে যান লালু প্রসাদ। দীর্ঘদিন ধরেই নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছেন লালু প্রসাদ। সম্প্রতি কিডনির সমস্যার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেনও তিনি। রবিবার সিঁড়িতে পড়ে যাওয়ার পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

error: Content is protected !!