আগামীকাল দুপুর ২টোয় অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশ, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করা নীতীশ কুমার আগামীকাল দুপুর ২টোয় রাজভবনে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান নীতীশ৷ ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন তাঁর প্রতি রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন নীতীশ৷ মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় জনতা দলের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। আগে জেডিইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ফাগু চৌহান। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা আরজেডি নেতা তেজস্বী যাদবের। সূত্রের খবর, আগামীকাল মুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। জোট শরিক দলগুলির শীর্ষ নেতারা ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করতে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে আগামিকাল বিভিন্ন দল থেকে মোট ৩৬ জন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার মধ্যে জেডিইউ ও রাষ্ট্রীয় জনতা দল থেকে ১৪ জন করে, কংগ্রেসের পক্ষ থেকে চার জন, বামেদের পক্ষে তিনজন ও জিতনরাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চার পক্ষ থেকে একজন ঠাঁই পেতে চলেছেন।

error: Content is protected !!