
‘পানাগড়ে তরুণীর মৃত্যুতে ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি’, সাংবাদিক বৈঠকে জানালেন সিপি
পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে চন্দননগরের তরুণীর ভয়াবহ মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুলল পুলিশ। রবিবার রাতের ঘটনায় সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী। তিনি জানান, আপাতত শুধু দুই গাড়ির রেষারেষির অভিযোগই এসেছে পুলিশের কাছে। ইভটিজ়িং বা কটূক্তির কোনও অভিযোগই দায়ের হয়নি। পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘একটা কুৎসা, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছি, তাতে ইভটিজ়িংয়ের কোনও ঘটনা ঘটেনি। একটি গাড়িকে ওভারটেক করার মাধ্যমে গোটা ঘটনার সূত্রপাত। সিসিটিভিতে আমরা যা দেখেছি, তাতে ভিক্টিমের গাড়ি অন্য একটি গাড়িকে চেজ় করছিল।’ যদিও মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেব শর্মা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, পিছন থেকে আসা একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। সাংবাদিক সম্মেলনে সিপি জানিয়েছেন, যিনি অভিযোগ করেছেন, তিনিও মৃতের গাড়িতেই ছিলেন। সেই অভিযোগে কটূক্তির কোনও উল্লেখ নেই বলেই দাবি করেছেন পুলিশ কমিশনার। গাড়ির অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেও কটূক্তির কথা জানা যায়নি, জানিয়েছেন সিপি।