ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা যাবে না, কুস্তিগীরদের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

যন্তরমন্তর থেকে রবিবারই ভিনেশ ফোগত-সাক্ষী মালিকদের টেনে হিঁচড়ে সরিয়ে দিয়েছিল অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ। আর মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারী কুস্তিগীরদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা যাবে না।’ সূত্রের খবর, ভিনেশ ফোগত-সাক্ষী মালিকরা যদি ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসার চেষ্টা চালান তাহলে বলপ্রয়োগ করে তাঁদের সরিয়ে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার। এদিন সকালেই আন্দোলনকারী কুস্তিগীরদের পক্ষ থেকে জানানো হয়, গত রবিবার যেভাবে দিল্লির রাজপথে পুলিশ তাদের ওপরে নির্মম নির্যাতন চালিয়েছে, অপমান করেছে তার প্রতিবাদে সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গায় সব পদক বিসর্জন দেওয়া হবে। আর গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার পরেই ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা হবে। কুস্তিগীরদের ওই ঘোষণা ঘিরে গোটা দেশেই তুমুল শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, কুস্তিগীরদের ঘোষণার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ মহল থেকে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়, ইন্ডিয়া গেটে যাতে কোনও ভাবেই আমরণ অনশন শুরু করতে না পারেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগতরা। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নির্দেশের পরেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সুমন নালওয়া সাংবাদিকদের জানান, ‘ইন্ডিয়া গেটে কুস্তিগীরদের আমরণ অনশনে বসার অনুমতি দেওয়া হবে না। কেননা, ইন্ডিয়া গেট প্রতিবাদ স্থল হিসেবে চিহ্নিত নয়। রাজধানীর অন্য প্রতিবাদ স্থলগুলিতে যদি কর্মসূচি পালনের জন্য অনুমতি চাওয়া হয়, তাহলে অনুমতি দেওয়া হবে।’

error: Content is protected !!