
‘চিনের নয়া ভাইরাস মোকাবিলায় প্রস্তুত ভারত’, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক
করোনার পর চিনে নয়া ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তেই আতঙ্ক ছড়িয়েছে ৷ বিগত কয়েক সপ্তাহে চিনে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। তাতে নতুন করে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস নিয়ে আতঙ্ক তাড়া করছে সকলকে। তবে এখনও ভয়ের কোনও কারণে নেই বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, “পরিস্থিতির উপর কড়া নজর রাখছে যৌথ পর্যবেক্ষক দল ৷ নয়া এই ভাইরাসে আক্রান্তদের পরীক্ষা করার জন্য আলাদাভাবে ল্যাবোরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর তরফে ৷ বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্য়েই যৌথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করা হয়েছে ৷ পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে ৷” স্বাস্থ্য় মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, উচ্চ পর্যায়ের এই বৈঠকে হু, ডিজাস্টার ম্যানেজমেন্ট (ডিএম) সেল, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি), ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইমার্জেন্সি মেডিক্যাল রিলিফ (ইএমআর) বিভাগ এবং দিল্লি এইমস-সহ একাধিক হাসপাতালের সদস্যরা উপস্থিত ছিলেন ৷ বৈঠক শেষে স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে ৷ বছরের এ সময়ে চিনের আবহাওয়া অনুযায়ী ফ্লু হয় ৷ তবে ভারতে এই মুহূর্তে সাধারণ সর্দি-কাশি ছাড়া শ্বাসযন্ত্রে সমস্যা বৃদ্ধির কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে শ্বাসযন্ত্র থেকে তৈরি হওয়া অসুস্থতা থেকে শুরু করে মরশুমি ইনফ্লুয়েঞ্জার মতো রোগের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে ৷ কেউ এই ধরনের রোগে আক্রান্ত হলে তাঁর শরীর কেমন থাকছে, তার উপরও প্রতিনিয়ত লক্ষ্য রাখা হচ্ছে ।