করোনায় আক্রান্ত নোরা ফাতেহি
এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী নোরা ফাতেহি। অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। বিএমসির নির্দেশিকা অনুসরণ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। এক বিবৃতিতে নোরা ফাতেহির মুখপাত্র জানিয়েছেন, ‘নোরার তরফ থেকে জানা গিয়েছে ২৮ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়েছেন নোরা। নিয়ম মেনে চলছেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রয়েছে। নোরার আগের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি বাড়ি থেকে কোথায় বের হননি।’ এদিকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে নোরা লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমি করোনার সঙ্গে লড়াই করছি…এটা সত্যি আমার ওপর আঘাত করেছে বাজে ভাবে! বেশ কিছুদিন ধরে আমি বিছানায় শয্যাশায়ী। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছি। সুরক্ষিত থাকুন ও মাস্ক পরুন। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে ও এর কোপ আমার ওপরও পড়েছে।’