
রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা!
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, ফলে বিক্ষিপ্তভাবে দিনভর ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কয়েকদিনের বৃষ্টিতে পারদ পতনে গরমে হালকা ঠান্ডার আমেজ বঙ্গজুড়ে ৷ পূর্বাভাস অনুযায়ী দুপুর থেকে সন্ধ্যায় জেলায় জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি চলছে। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই বঙ্গের আকাশে কখনও মেঘ তো কখনও রোদের দেখা মিলেছে ৷ দুপুর গড়িয়ে বিকাল হতেই একাধিক জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। আজ (শুক্রবার) একাধিক জেলায় পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে আকাশের মুখ ভার থাকবে ৷ বেলায় প্রায় অন্ধকার করে আসতে পারে আকাশ। তারপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও এদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দক্ষিণের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত রাজ্যে এই বৃষ্টি পরিস্থিতি চলবে। তবে পশ্চিমের জেলা থেকে বৃষ্টি এখন উপকূলবর্তী জেলার দিকে সরে যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় শুক্রবার ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ উত্তরের 8 জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর।