‘রাম-কার্ড নয়, বাংলায় শেষ কথা মমতা-কার্ড’, বিজেপিকে পালটা তোপ পার্থ চট্টোপাধ্যায়ের
তৃণমূলকে রাম কার্ড দেখানোর হুংকার আগেই দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার তার পালটা মমতা কার্ডের হুংকার ঘাসফুলের । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক চলাকালীন এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন । দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা চার্টার্ড বিমানে করে আসছেন, তাঁদের বাংলার মানুষ জনতা কার্ড দেখাবে । উন্নয়ন কার্ড দেখাবে । বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে এখানে মমতা কার্ডই আছে ।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী রাম কার্ড দেখানোর কথা বলছেন । কিন্তু বাংলার মানুষ তাঁদের বুঝিয়ে দেবেন জনতা কার্ড, উন্নয়ন কার্ড, মমতা কার্ডই আছে ।”