
একসঙ্গে দেখা যেতে চলেছে আমির খান এবং রণবীর কাপুরকে
বলিউডের দুই প্রজন্মের দুই তাবড় অভিনেতা তাঁরা। যাদের অভিনয়ে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। কথা বলছি বলিউডের পারফেক্সনিস্ট আমির খান এবং বলিউডের সুপারস্টার রণবীর কাপুর। এখনও পর্যন্ত কখনো এই দুই তাবড় অভিনেতাকে সেভাবে এক ছবিতে দেখা যায়নি। তবে এবার এল বড় খবর। একসঙ্গে দেখা যেতে চলেছে আমির খান এবং রণবীর কাপুরকে। মঙ্গলবার এই সুখবর ভাগ করে নিলেন রণবীর ঘরণী আলিয়া ভাট। এদিন আলিয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে আমির-রণবীরকে একে অপরের বিরুদ্ধে দেখা যাচ্ছে। অভিনেত্রী বলছেন, ‘বড়পর্দায় আসতে চলেছে সেরা শত্রুতার কাহিনি।’ পোস্টার হাতেই আলিয়া ভবিষ্যদ্বাণী করে দিলেন যে এই সিনেমা ‘চূড়ান্ত ব্লকবাস্টার’ হতে চলেছে। ক্যাপশনে লেখা- “তাবড় তারকাদের লড়াই! আমার দুই প্রিয় অভিনেতা একে অপরের বিরুদ্ধে। রোমাঞ্চকর কিছু একটা আসতে চলেছে। জানার জন্যে আমাদের সাথে থাকতে হবে। বুধবার আরও কিছু তথ্য দেব। পুনশ্চ: আমি জানি, আপনাদেরও আমার মতোই ভালো লাগবে।” আলিয়ার এই খবরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কোন ছবিতে একসঙ্গে দেখা যাবে দুই সুপারস্টারকে সেটা এখনো জানা যায়নি। এখন দেখার দুই সুপারস্টারের যুগলবন্দী কি চমক দেয় দর্শকদের।