
হরিয়ানায় সাম্প্রায়িক সংঘর্ষ অব্যাহত, নামল আধাসেনা
ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনায় ক্রমশ উত্তাপ বাড়ছে হরিয়ানার নুহ জেলায়। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০জন। নুহ জেলায় যখন উত্তেজনা বাড়ছে, সেই সময় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি নুহ-তে কারফিউ জারি করা হয় প্রশাসনের তরফে। সেই সঙ্গে নুহ জেলায় মেতায়েন করা হয়েছে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী। আধা সামরিক বাহিনীর পাশাপাশি রাস্তায় পুলিশের আধিকারিকরা সব সময় রয়েছেন। কোনও অশান্তি যাতে না ছড়ায়, সেদিকে রাখা হয়েছে কড়া নজর। যতক্ষণ না পর্যন্ত নুহ জেলা শান্ত হচ্ছে, ততক্ষণ প্রশাসনের তরফে চালানো হবে কড়া নজরদারি। এমনই জানালেন নুহ-র ডিসি প্রশান্ত পাওয়ার।