আজ শহরে কমছে মেট্রোর সংখ্যা

আজ শুক্রবার সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের জন্মদিন। সেই উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। স্বভাবতই আজ ছুটির দিনে নিত্যযাত্রীদের চাপ অপেক্ষাকৃত কম থাকবে। সেই মতো শুক্রবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ৫৪টি মেট্রো পরিষেবা কমবে। সপ্তাহের কাজের দিনে নর্থ-সাউথ করিডরে ২৮৮টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। আজ ছুটির জন্য গোটাদিনে মিলবে ২৩৪টি মেট্রো পরিষেবা। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। আজ অন্যান্য দিনের মতোই প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিট এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। পাশাপাশি দিনের শেষ মেট্রো পরিষেবা দক্ষিণ ও উত্তরের দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। যদিও আজ ইস্ট-ওয়েস্ট এবং জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবার কোনও অদল বদল হবে না। অন্যদিকে, শুক্রবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট ম্যাচ রয়েছে। রাতে দর্শকদের কথা মাথায় রেখে আজ স্পেশাল মেট্রো সার্ভিস চালাবে রেল। নর্থ-সাউথ করিডরে আজ রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে এই বিশেষ পরিষেবা যাত্রা শুরু করবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর অভিমুখে একই সময়ে জোড়া মেট্রো ছাড়বে। স্মার্ট কার্ড ও টোকেন কাটার জন্য মধ্যরাতে এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত কাউন্টার খোলা থাকবে।

error: Content is protected !!