ফ্ল্যাট প্রতারণার মামলায় ইডি-র সমন পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজির সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে

ইডি-র সমন পেয়ে CGO কমপ্লেক্সে হাজিরা সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। আজ ফ্ল্যাট প্রতারণার মামলায় সাংসদ-অভিনেত্রীকে তলব করে ইডি। সূত্রের খবর, নুসরতের বিপুল পরিমান সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ যাত্রার দিকে নজর ইডির। নুসরতের বিপুল ফ্ল্যাট সম্পত্তি, বিদেশ যাত্রার পিছনে কি এই মোটা টাকার একাংশ রয়েছে? উত্তর জানতেই আয় ব্যায়ের নথি খতিয়ে দেখছে ইডি। ফ্ল্যাট প্রতারণা মামলায় যে টাকা নেওয়া হয়েছিল প্রতারিতদের থেকে সেই টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে? সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে ইডি। সূত্রের খবর কতগুলি অ্যাকাউন্টে টাকা গিয়েছে? নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ করে সেই নিয়েও বয়ান রেকর্ড করা হবে। প্রতারিতদের অভিযোগের পরেও কেন টাকা ফেরত দেওয়া হয়নি করা হতে পারে সেই প্রশ্নও। অভিযোগ, সংশ্লিষ্ট কোম্পানিতে ডিরেক্টর পদে থাকা নুসরত ছাড়াও বাকি ছিলেন রূপলেখা, রাকেশরা। তাঁদের ভূমিকা সম্পর্কে নুসরত কী কী জানেন? সাংসদকে করা হতে পারে সেই প্রশ্নও। সময়ের বেশ কিছু আগেই সকালে ইডি দফতরে পৌঁছে যান নুসরত।

error: Content is protected !!