এপ্রিলের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৪১ টাকা, সিলিন্ডারের দাম কমে হল ১ হাজার ৭৪১ টাকা

 বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় ৪১ টাকা কমল। তেল কোম্পানি গুলির তরফে মঙ্গলবার এই খবর দেওয়া হয়েছে। তার ফলে এখন থেকে রাজধানী দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে হল ১৭৪১ টাকা। এদিন থেকেই কার্যকর হবে নতুন দাম। শুধু দিল্লি নয়, দেশের সর্বত্রই দাম কমতে চলেছে। এর আগে ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম কমেছিল ৭ টাকা। এবার আরও ৪১ টাকা কমল দাম। তেল কোম্পানিগুলি বিভিন্ন সময় গ্যাসের দামে পরিবর্তন আনে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে বাড়া-কমা হলে গ্যাসের দামে পরিবর্তন আসে। বাজারে তেলের দাম কমলে বিভিন্ন জিনিসের দাম কমে। আবার দাম বাড়লে বিভিন্ন জিনিসের দাম পাল্লা দিয়ে বাড়ে। এবারও সেভাবেই দাম কমল ৪১ টাকা। তবে এই পরিবর্তনের কোনও প্রভাব সরাসরি বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের উপর পড়বে না। বাড়িতে ব্যবহার করা হয় এমন গ্যাসের দাম আগে যা ছিল এখনও সেটাই থাকছে। এর আগে গত বছরের একেবারে শেষ দিকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৬২ টাকা। তারপর থেকে অবশ্য দাম কমেছে একাধিকবার।

error: Content is protected !!