৪ নির্দল সমর্থন পেলেন ওমর আব্দুল্লাহর, এবার সরকার গঠনের তোড়জোড় শুরু
চার নির্দল প্রাথী সমর্থন করলেন ন্যাশনাল কনফারেন্সকে। ফলে এবার সরকার গঠন করতে কোনও বাধা রইল না ওমর আব্দুল্লাহর। লোকসভায় বারামুলা কেন্দ্র থেকে ভোটে হেরেছেন ওমর। কিন্তু বিধানসভা ভোটে বডগাম ও গান্ডেরবাল, দুই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট যে সরকার গড়বে তার মুখ্যমন্ত্রী ওমরই হবেন বলে ঘোষণা করে দিয়েছেন তাঁর বাবা তথা প্রবীণ ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু-কাশ্মীর ছিল রাজ্য। পুলিশ, আমলাদের মোতায়েন করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা থাকবে উপরাজ্যপালের হাতে। ওমর বলেছেন, ‘‘এটা হাত বেঁধে ক্ষমতায় ফেরত আসার মতো। তবে প্রধানমন্ত্রী সম্মানজনক ব্যক্তি। আমার ধারণা তিনি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবেন। কারণ আমার মনে পড়ছে না কোথাও তিনি বলেছেন যে, জম্মু-কাশ্মীরবাসী বিজেপিকে ভোট না দিলে তাঁদের শাস্তি দেওয়া হবে।’’