কর্মজীবনের শেষ দিন! আজই ৫টি গুরুত্বপূর্ণ মামলার রায় দান করবেন প্রধান বিচারপতি এনভি রামানা

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা আজ অবসর নিচ্ছেন। দেশের প্রধান বিচারপতি হিসেবে আজই শেষ দিন বিচারপতি নুতালাপতি ভেঙ্কটা রামানা। প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চ এদিন ৫টি মামলার রায়দান করবে। তবে চমক অন্য জায়গায়। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি ইউ ইউ ললিতের আনুষ্ঠানিক বেঞ্চের যাবতীয় কার্যক্রম লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। ২০১৮ সালে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও মামলার শুনানির সরাসরি সম্প্রচার হচ্ছে।

প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ আজ, শুক্রবার সকালে নিম্নলিখিত মামলাগুলির রায় ঘোষণা করবে-

  • নির্বাচন সংক্রান্ত একটি মামলা
  • ২০০৭ গোরক্ষপুর দাঙ্গার উপর পিটিশন
  • কর্নাটক খনির মামলা
  • রাজস্থান খনির ইজারা ইস্যু
  • দেউলিয়া আইন সংক্রান্ত একটি মামলা

এদিকে অবসরের আগেও ফের বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এনভি রামানা)। অবসরের পর ভারতে অবসরপ্রাপ্ত ব্যক্তির মূল্য নেই বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত একটি বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, বিচারবিভাগীয় প্রশাসন পরিচালনা একটি বড় চ্যালেঞ্জ। দিল্লি হাইকোর্টে কাজ আমাকে এই বিষয়ে অভিজ্ঞ করে তুলেছে।  গত বছর ২৪ এপ্রিল ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷ বিদায়ী প্রধান বিচারপতি এসএ বোবরে তাঁকে মনোনীত করেন ৷ ২৬ অগাস্ট, ২০২২-এ ১৬ মাস দীর্ঘ মেয়াদের সমাপ্তি ঘটল ৷ ভারতীয় বিচারব্যবস্থায় কয়েকটি ব্যতিক্রমী রায় এবং নিজের স্বকীয়তার জন্য তিনি আলাদা জায়গা করে নিয়েছেন ৷ গতকাল, ২৫ অগাস্ট পেগাসাস নিয়ে নির্দেশ বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানার গঠিত বেঞ্চ ৷ এছাড়া সরকারের শতাব্দী প্রাচীন দেশদ্রোহিতা আইন বা সিডিশন অ্যাক্টের আওতায় সাধারণ মানুষকে হেনস্থা করা থেকে তিনি রক্ষা করেন ৷ এছাড়া, ‘ফাস্টার’ নামক একটি সুরক্ষিত ইলেকট্রনিক সিস্টেম তৈরি করা হয় ৷ এতে আদালত থেকে জামিন না পাওয়ার কারণে বন্দিদের মুক্তি পেতে দেরি হওয়ার বিষয়টি এড়ানো যায় ৷ কেরালার এক সাংবাদিককে ইউএপিএ (Unlawful Activities (Prevention) Act, UAPA) আইনে গ্রেফতার করা হয় ৷ সাংবাদিক অসুস্থ হয়ে পড়লে দিল্লিতে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷ তিনি জানান, এটা তাঁর বেঁচে থাকার অধিকার ৷ ধানবাদের অতিরিক্ত জেলা বিচারক উত্তম আনন্দকে দিনের আলোয় একটি অটো ধাক্কা মারে এবং তিনি মারা যান ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন রামানা ৷ সম্প্রতি মহারাষ্ট্র শিবসেনার দাবিদার নিয়ে দ্বিধাবিভক্ত উদ্ধব ঠাকরে এবং মুখ্যমন্ত্রী শিণ্ডে ৷ এই মামলাটি সাংবিধানিক বেঞ্চের হাতে তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ৷ এছাড়া, অতিমারির সময় প্রধান বিচারপতি অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিনের দাম নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থা গ্রহণ করেন ৷ এর ফলে কেন্দ্রে বিজেপি সরকারকে তাদের নীতি বদলাতে হয়েছিল ৷ দেশে ১৮ এবং তার ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনা টিকা দিচ্ছে মোদি সরকার ৷ সেই সময় লিডউইনা জোসেফ, কেরালার পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিচারপতি রামানাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখে ৷

উল্লেখ্য, গত ১৯৫৭ সালের ২৭ অগস্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় পুন্নাভারাম গ্রামে জন্মগ্রহণ করেন বিচারপতি নুতালাপতি ভেঙ্কটা রামানা ৷ তিনি কৃষক পরিবারের সন্তান ৷ শৈশবে গ্রামের একটি ছোট স্কুলে হাতেখড়ি প্রধান বিচারপতির ৷ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি নাগার্জুনা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন ৷ দেশে এমারজেন্সি অবস্থার সময় তিনি ছাত্র ৷ সেই সময় গ্রেফতার হন নাগার্জুনা বিশ্ববিদ্যালয়ে তাঁর বহু সহপাঠী ৷ তাঁদের সমর্থন করেছিলেন ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি ৷ আইনজীবী হিসেবে পেশা শুরুর আগে ‘এনাডু’ নামের একটি দক্ষিণী পত্রিকায় সাংবাদিকতার চাকরি করেন এন ভি রামানা ৷ ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসে বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেন বিচারপতি এন ভি রামনা ৷ বিজয়ওয়াড়ায় এক বিখ্যাত আইনজীবীর কাছে সহকারী হিসেবে কয়েক মাস কাজ করেন তিনি ৷ তারপর হায়দরাবাদে প্রবীণ আইনজীবী এরাসু আয়াপু রেড্ডির অধীনে ১০বছর প্র্যাকটিস করেন ৷ আয়াপু রেড্ডি রাজনীতিতে ব্যস্ত হয়ে যাওয়ায় তাঁর মামলাগুলি রামানাই দেখভাল করতেন ৷ ১৯৯৮-এর এপ্রিলে এন ভি রামানা অন্ধ্রপ্রদেশের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্বভার নেন ৷ ২০০৮-এর ২৭ জুন হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ ২০১৩-র ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন এন ভি রামানা ৷ সুপ্রিম কোর্টে তাঁর প্রবেশ ২০১৪-র ১৭ ফেব্রুয়ারি ৷ এরপর ২০২১-এ দেশের ৪৮তম প্রধান বিচারপতি ৷

error: Content is protected !!