
পাটুলিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১, আহত ৪
শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় দুর্ঘটনাতে মারা গিয়েছেন ১ জন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪ জন। ঘটনাস্থল কলকাতার দক্ষিণ শহরতলীর বৈষ্ণবঘাটা-পাটুলি অঞ্চল। মৃতের নাম সিরাজুল সর্দার, বয়স ৪০ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। আহত বাকি চারজনও দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের বাসিন্দা। আহত হন গাড়ির চালক অমিত সর্দার, তাঁর বয়স ৩৩ বছর। বাকি আহতরা হলেন সইদুল শেখ, আসাদুল শেখ এবং ভাস্কর পুরকাইত। আহতরা বাঘা যতীন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, একটি গাড়িতে করে তারা ফিরছিলেন মগরাহাটে। ৫ জনই মদ্যপ অবস্থায় ছিলেন। আজ সকালে প্রচণ্ড গতিতে ছুটে আসা গাড়িটি পাটুলি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুলের। জানা গিয়েছে, আজ সকালে গাড়িটি উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে থেকে ফিরছিল।