
মণিপুরে জমি নিয়ে বিবাদে চলল গুলি, মৃত ১, জখম ৫
মণিপুরের উখরুল জেলায় জমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মৃত ১। গুরুতর জখম ৫ জন। আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় তা নিশ্চিত করতে শাঙচিং এবং লুংগ্রেইফুং তাঙ গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক পলি মাকান ওই দুই গ্রামে যাতায়াতের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে থেকে ওই নিষেধাজ্ঞা জারি হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনও মিছিল, শোভাযাত্রা করা যাবে না। সূত্রের খবর, ওই দুই গ্রামের লোকজন সংঘর্ষের সময় গুলিও ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মারা যান রামাইয়ন আর কে নামে ৩৬ বছরের এক গ্রামবাসী। গুলিতে জখম হন শাঙচিং গ্রামের তিনজন এবং এবং লুংগ্রেইফুং তাং গ্রামের দু’জন গুরুতর জখম হয়েছেন।