বেহালায় বাসের ধাক্কায় মহিলা পথচারীর মৃত্যু

বেহালায় ফের পথ দুর্ঘটনা। ডায়মন্ড হারবার রোডে, বেহালা থানার সামনে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পথচারীর। মৃতার নাম অঞ্জলি বিষ্ণু। মঙ্গলবার দুপুর পৌনে চারটে নাগাদ ডায়মন্ড হারবার রোডের বনমালী রোড ক্রসিংয়ের কাছে মহিলাকে ধাক্কা মারে একটি বাস। সিগন্যালে রাস্তা পারাপার করতে গিয়ে ওই মহিলাকে একটি বাস ধাক্কা মারে।  স্থানীয়রা জানিয়েছেন, সেই সময় সিগন্যাল লাল ছিল। সবুজ হতে ৩ থেকে ৪ সেকেন্ড বাকি ছিল। সেই সময় রাস্তা পারাপার করতে যান ওই মহিলা। তখনই কলকাতা থেকে ডায়মন্ড হারবার গামী একটি বাস ধাক্কা মারে ওই মহিলাকে। ঘটনাস্থল থেকে ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, ৪ আগস্ট বেহালার ডায়মন্ড হারবার রোডেই লরির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকারের। এর কয়েক সপ্তাহের মধ্যেই আবারও এই রোডে মহিলা পথচারীর মৃত্যু হল। 

error: Content is protected !!