হাসপাতালে মৃত্যু চিংড়িহাটায় দুর্ঘটনায় জখম মহিলার

চিংড়িহাটায় দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলার। বৃহস্পতিবার গভীর রাতে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় পাজরের হাড় ভেঙে গিয়েছিল মহিলার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, মৃতার নাম খুকু গায়েন। পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা তিনি। ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন তিনি। চিংড়িহাটায় দুর্ঘটনার কবলে পড়েন দুজনই। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। জানা গিয়েছে, মহিলার পাজরের হাড় ভেঙে গিয়েছিল। ফলে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন খুকুদেবী। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ছেলের।

error: Content is protected !!