
পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে চলল গুলি, মৃত এক মহিলা, আত্মঘাতী’ পুলিশকর্মী
শুক্রবার দিনেদুপুরে পার্কসার্কাসের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে চলল গুলি। এই ঘটনায় এক পুলিসকর্মী-সহ নিহত দুই। জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক পথচারী রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পুলিসকর্মীর এলোপাথাড়ি ছোড়া গুলিতেই এই কাণ্ড। জানা যাচ্ছে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক মহিলার। বুকে গুলি লাগে তাঁর। তারপরই ‘আত্মঘাতী’ হন অভিযুক্ত ওই পুলিসকর্মী। নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করেই ‘আত্মঘাতী’ হন ওই পুলিসকর্মী। নিজের মাথায় গুলি করেন ওই কনস্টেবল। কালিম্পঙে বাড়ি কনস্টেবল চৌদুপ লেপচার। জানা গিয়েছে, ডেপুটি হাইকমিশনের অফিসে কর্মরত ছিলেন ওই পুলিসকর্মী। সেখান থেকে বেড়িয়ে ৫০ মিটার হেঁটে এসে ১০-১৫ রাউন্ড গুলি চালান ওই পুলিসকর্মী। এই মুহূর্তে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে পার্ক সার্কাসে চলছে বিক্ষোভ কর্মসূচি। এহেন জমায়েতের মাঝে এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে আশঙ্কিত স্থানীয়রা। ঘটনাস্থলে কড়েয়া থানার পুলিস। জানা গিয়েছে, মৃত মহিলাকে দেহ উদ্ধার করেছে অন্য পুলিসকর্মীরা। অভিযুক্ত পুলিসকর্মী শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন। পার্ক সার্কাসে গুলি কাণ্ডে পুলিস কমিশনার বিনীত গোয়েল ও অতিরিক্ত পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি ঘটনার পরই দুজনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা জানান, বাড়ি গিয়েছিলেন ওই পুলিসকর্মী। ছুটি থেকে ফিরে এসে আজই ডিউটিতে যোগ দেন। সশস্ত্র পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হয়। মনে করা হচ্ছে, কোনও মানসিক অবসাদে ছিলেন। এলোপাথাড়িভাবে গুলি ছোঁড়েন। দুটো খালি কার্তুজ পাওয়া গিয়েছে। চৌদুপ লেপচা নামে ওই পুলিসকর্মীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের তরফে মহিলার মৃত্যু সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মহিলাকে খুব আশঙ্কাজনক অবস্থায় সিএনএমসি-তে নিয়ে যাওয়া হয়। আরও দুজন আহত হয়েছে। ‘আত্মঘাতী’ কনস্টেবল চৌদুপ লেপচা তপসিয়া থানার অধীনে পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনের কিয়স্কে কর্তব্যরত ছিলেন।