
মণিপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ১০ জঙ্গি, চলছে তল্লাশি অভিযান
10 জঙ্গিকে খতম করার পর বৃহস্পতিতেও অব্যাহত তল্লাশি অভিযান ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারত-মায়ানমার সীমান্তের চান্দেল জেলার কাছে অসম রাইফেলসের সদস্যরা গতকাল (বুধবার) তল্লাশি চালায় । অভিযান শুরু হতেই গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে খতম করেন অসম রাইফেলসের সদস্যরা। এদিন ওই জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় ৷ আজ (বৃহস্পতিবার) এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড বুধবার এক্সে পোস্ট করে জানিয়েছে, “গোপন সূত্রের ভিত্তিতে ভারত-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে স্পিয়ার কর্পসের অধীনে অসম রাইফেলসের সদস্যরা গতকাল অর্থাৎ 14 মে একটি অভিযান শুরু করে । অভিযান চলাকালীন, কিছু সন্দেহভাজন নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় ৷ পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীরা ৷ সেই সময় 10 জন জঙ্গিকে খতম করা হয় ও সাতজনকে গ্রেফতার করা হয় ৷”